Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি বাজারে এনেছে প্যানাসনিক
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৩-১৩
রেটিং: ০ মন্তব্য:
ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি বাজারে এনেছে প্যানাসনিক
সাশ্রয়ী মূল্যে কার্যকর ও সহজে ব্যবহার উপযোগী অফিস কমিউনিকেশন্স সলিউশন দেশের বাজারে নিয়ে এসেছে ইএমইএম সিস্টেমস লিমিটেডের সহায়তায় জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিকস সামগ্রী প্রস'ত ও সরবরাহকারী প্রতিষ্ঠান প্যানাসনিক। ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য সর্বাধুনিক প্রযুক্তির আইপি-পিবিএক্স ও এইচডি ভিডিও কনফারেন্সিং সিস্টেম। এসব প্রযুক্তিসেবা পণ্যের বিপণন ও বিপণন পরবর্তী সেবা নিশ্চিত করতে প্যানাসনিক দেশের নেতৃস'ানীয় ব্যবসায়িক গোষ্ঠী ইস্পাহানি গ্রুপ ও ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান ইএমইএম সিস্টেমসকে বেছে নিয়েছে। গত শনিবার বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর একটি হোটেলে প্যানাসনিকের আইপি-পিবিএক্স ও এইচডি ভিডিও কনফারেন্সিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। তিনি বলেন, ‘পান্যাসনিকের লাইভ ভিডিও কনফারেন্সিং দেখে আমি দারুণ অভিভূত। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই ধরনের অত্যাধুনিক প্রযু্ক্তি ব্যবহার করে ব্যাপক সুবিধা লাভ করতে পারে।’ অনুষ্ঠানে আরো উপসি'ত ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস'াপনা পরিচালক নুরুল আমিন এবং ইএমইএম সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান আলী বেহরুজ ইস্পাহানি।
অনুষ্ঠানে ইএমইএম সিস্টেমস লিমিটেড লংকা বাংলা ইনভেস্টমেন্টস এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাথে দু’টি পৃথক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডকে প্যানাসনিক আইপি-পিবিএক্স সিস্টেম এবং লংকা বাংলা ইনভেস্টমেন্টকে প্যানাসনিক এইচডি ভিডিও কনফারেন্সিং সুবিধা সরবরাহ করবে ইএমইএম সিস্টেমস। ভিডিও কনফারেন্সিং সিস্টেম ছাড়াও প্যানাসনিক ইলেকট্রনিক হোয়াইটবোর্ড, মাল্টি ফাংশন প্রিন্টার নিয়ে এসেছে।
খবরের ছবিগুলো