Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ডট বাংলা কার্যকরে বেসিসের আহ্বান
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৪-০৫-২৬
রেটিং: ০ মন্তব্য:
ডট বাংলা কার্যকরে বেসিসের আহ্বান
বেসিস কনফারেন্স রুমে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়ার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনেক) এবং ইন্টারনেট কর্পোরেশন ফর এসাইন্ড নেমস এন্ড নাম্বারস (আইক্যান) এরমধ্যে একটি সভা অনুষ্ঠিত হয় ।
বেসিস সভাপতি শামীম আহসান এর সভাপতিতে উক্ত সাভায়¡ সফটওয়ার ডেভল্পমেন্টে নেটওয়ার্ক এডমিন্সট্রেশনের প্রশিক্ষণে বেসিস এশিয়াপ্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনেক) এবং ইন্টারনেট কর্পোরেশন ফর এসাইন্ড নেমস এন্ড নাম্বারস (আইক্যান) এর সাথে যৌথ ভাবে কাজ করার ব্যাপারেআলোচনা হয়। এসময় বেসিস আইক্যানকে অত্যত দ্রুততার সাথে ডট বাংলা বাস্তবায়নের আহ্বান জানান। উল্লেখ্য, সারাবিশ্ব অত্যত দ্রুততার সাথে উন্নত প্রযুক্তি আইপিভি৬ এর দিকে ধাবিত হচ্ছে, তাই বেসিস বৈশ্বিক প্রযুক্তিগত উন্নয়নে সাথে বাংলাদেশের সামঞ্জস্যতা বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভব করে এবং বাস্তবায়নের উপর গুরত্বারপকরেন। বেসিসের ওয়ান বাংলাদেশ এর লক্ষ্য বাংলাদেশে প্রত্যেকবছর এক কোটি নতুন ইন্টারনেটগ্রাহক বাড়ানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই প্রযুক্তিগত উন্নয়ন অত্যন্ত গুরুতপূর্ণ। বাংলাদেশি প্রোগ্রামারদের আইপিভি৬ প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে বেসিস এশিয়াপ্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনেক) এবং ইন্টারনেট কর্পোরেশন ফর এসাইন্ড নেমস এন্ড নাম্বারস (আইক্যান) কে বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ এবং সচেতনতা বাড়ানোর তাগিত দেন। এ সময় এপনেকের সাধারণ পরিচালক উলউইলসন, এপনেক এর জ্যেষ্ঠ উপদেষ্টা- ইন্টারনেট ডেভল্পমেন্ট শ্রি নিভাস চেন্দি (সানি), আইক্যান এর ভিপি এবং ব্যাবস্থাপনা পরিচালক কেউ ইয়ু-চাং, আইক্যান এর ইঙ্গেজমেন্ট ম্যানেজার চা¤িপকা অজায়ে তুংগা, বেসিস সিনিয়র সহসভাপতি সৈয়দ আলমাসকবির, বেসিস সহসভাপতি উত্তমকুমার পল, বেসিস মহাসচিব রাসেল টিআহমেদ, বেসিস যুগ্নমহাসচিব এম রাশিদুল হাসান উপস্থিত ছিলেন।
খবরের ছবিগুলো